Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

পরিচিতিঃ


বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে। নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল এ সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

নির্বাচন কমিশন সচিবালয়ের অবস্থান


নির্বাচন কমিশন সচিবালয় বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে অবস্থিত। নির্বাচন কমিশনের আলাদা সচিবালয় রয়েছে। সচিবালয়ের প্রধান সরকারের একজন সচিব। বর্তমানে সচিব হিসেবে কর্মরত আছেন জনাব শফিউল আজিম

 

মাঠ পর্যায়ের দপ্তরসমূহ


৮টি বিভাগীয় সদর ও আরো ২টি জেলায় মোট ১০জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থাকেন। এছাড়া ৬৪টি জেলা সদরে মোট ৬৪টি জেলা নির্বাচন কার্য্যালয় রয়েছে। এর প্রতিটি’র নেতৃত্বে রয়েছেন একজন করে জেলা নির্বাচন কর্মকর্তা।

আঞ্চলিক কার্যালয়

  • ৮টি বিভাগীয় সদর ও আরো ২টি জেলায় মোট ১০জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থাকেন
  • বিভাগীয় কার্যালয়গুলোর কাজ হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও অধ:স্তন মাঠ পর্যায়ের কার্যালয়গুলো মধ্যে লিয়াজো রক্ষা এবং সকল প্রকার নির্বাচন ও ভোটার নিবন্ধন এবং ভোটার তালিকা প্রনয়ণ ও এর প্রাত্যহিক পরিবর্তন ও সংশোধন এবং নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত অন্যান্য কাজে সমন্বয় করা।

জেলা কার্যালয়

  • ৬৪টি জেলা সদরে মোট ৬৪টি জেলা নির্বাচন কার্যালয় রয়েছে। এর প্রতিটি’র নেতৃত্বে রয়েছেন একজন করে সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তা।
     
কাজ:
  • জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটার নিবন্ধন, ভোটার তালিকা ছাপানো, জাতীয় ও স্থানীয় নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং নির্বাচনের যাবতীয় আয়োজনের কাজ সম্পাদন করেন।
  • নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসাবে জেলা নির্বাচন কর্মকর্তারা রিটানিং অফিসার ও পোলিং কর্মকর্তাদের ফর্ম, প্যাকেট, ম্যানুয়েল, নির্দেশনাদান, ব্যালট বাক্স, ভোটার তালিকা ও ব্যালট পেপার  সরবরাহসহ সম্ভব সব ধরণের সহযোগিতা প্রদান করেন। তারা বিভিন্ন নির্বাচনে অর্থ খরচের হিসাবও রাখেন। 

উপজেলা/থানা স্থাপনা 

  • মাঠ পর্যায়ের সর্ব নিম্ন ধাপে সবগুলো উপজেলা থানায় রয়েছেন উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাগণ।
কাজ: 
  • নির্বাচন সংশ্লিষ্ট কাজে বিভাগীয় ও জেলা নির্বাচন কার্যালয়গুলো’কে সহযোগিতা করাই হচ্ছে উপজেলা -থানা নির্বাচন কর্মকর্তাদের মূল কাজ।